তালা প্রতিনিধি : প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-প্রকল্পের অধীনে তালায় ই-কমার্সের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় সোমবার (১৩ মে) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দলিত’র নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, উপজেলা সমবয় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। দলিত’র টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান-আরা’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা রিপোটার্স ক্লাব’র সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, দলিত’র ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাস, ফাইনান্স এন্ড এডমিন কৃষ্ণপদ দাস, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, হাব অপারেটর দেবব্রত দাস, শিউলী দাশ, বন্ধনা রাণী দাস, রুলী দাস, চায়না রাণী বিশ্বাস, স্বপ্না বিশ্বাস ও বাসুদেব দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভায় দলিত’র উপকারভোগী ৫২জন জমিউনিটি প্রতিনিধি; যার মধ্যে নারী ২৪জন ও পুরুষ ২৮জন উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত