তালা প্রতিনিধি : তালায় মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্পের ১০২জন উপকারভোগীর মাঝে প্রকল্পের লাইভলিহুড ইনপুট সহায়তা বাবদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠান মুক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা বিএমজেড ও ম্যালটিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনপুট বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়। মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসের এমদাস হোসেন, মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী সুনন্দা ভদ্র, প্রকল্প ব্যবস্থাপক, মো. আশরাফুল ইসলাম, উত্তম কুমার ঘোষ ও রাজিব কুমার দাশ প্রমুখ।
এ সময় শুকর পালন ও বাজারজাত করণ ট্রেডের ৩৭জনের প্রতিজনকে ১৫হাজার ১৩৫টাকা করে, মেলে মাদুর বুনন ও বাজারজাত করণ টেড্রের ৫০জনের প্রতিজনকে ১৫হাজার টাকা করে এবং বাঁশের পণ্য তৈরি টেড্রের ১৫জনের প্রতিজনকে ১০হাজার টাকা করে মোট ১০২জন উপকারভোগীকে ১৪ লক্ষ ৫৯হাজার ৯৯৫টাকা প্রদান করা হয়।
তালায় উপকারভোগীদের মাঝে ১৪ লক্ষাধিক টাকা বিতরণ
Leave a comment