তালা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তালা শিল্পকলা একাডেমীর হলরুম অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক, আ. হ. ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক গোলদার আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি। তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহ-সভাপতি মোড়ল আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাজিব হোসেন রাজু, দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা এক আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের পক্ষে সকল নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত