
তালা প্রতিনিধি : তালায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা দিবস পালন করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবার) বিকালে তালা সদর ডাকবাংলো চত্ত্বরে তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জাপার সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম আমিরুল ইসলাম আলম, সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান প্রমুখ।