তালা প্রতিনিধি : বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমস্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসপি’র সহকারী পরিচালক (অর্থ) মোঃ ফরিদ আহমেদ এবং এসইডিপি-পিসিইউ এর পরিসংখ্যানবিদ মোঃ ওয়াহিদুর রহমান। উক্ত প্রশিক্ষণে তালা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ ও আইসিটি শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত