তালা প্রতিনিধি : অবিশ্বাস্য হলেও সত্য সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের একটি কলাগাছে ৪৫টি মোচা ধরেছে। মোচাসহ গাছটি একপলক দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ঘটনাটি এখন গ্রামবাসীর মুখে মুখে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকহার গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ৩বিঘা জমির এক পাশে ৪কাঠা জমির উপর গড়ে তোলা কলা বাগানের একটি গাছে ৪৫টি মোচা ধরেছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর কলারমোচা গুলো দেখতে ভিড় জমাচ্ছেন। দুর-দুরান্ত থেকে আসা এসকল মানুষকে ছবি তোলা ও ভিডিও নিতে ব্যস্ত দেখা যাচ্ছে। তবে আর পাচটা গাছের মতই বেড়ে উঠছে গাছটি। অধিকাংশ মোচাতে কলা ধরা শুরু করেছে।
স্থানীয় আলামিন খান বলেন, কয়েকদিন ধরে এলাকায় নিত্য নতুন মানুষ কলাগাছটি দেখতে আসছেন, ভালই লাগছে। আমি নিজেও কয়েকবার দেখে এসেছি। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররাও আসা শুরু করেছে।
জমির মালিক আব্দুস সামাদ জানান, ইতিপূর্বে আমাদের গ্রামে এমন ঘটনার নজির নেই। কিছুদিন হল কলাগাছটি সবার নজরে আসে। এরপর লোকমুখে শুনে দূর-দুরান্ত থেকে লোকজন আসা শুরু করেছে। তারা এটা দেখে বিশ্বয় প্রকাশ করছে। আমাদের এসব দেখে ভাল লাগছে। তবে কয়েকজন গাছটি থেকে কয়েকটি মোচা আমাদের অজান্তে ছিড়ে নিয়ে গেছে।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, ধান, আম ও কলা এ ৩টি স্ব-গপরাগায়ন ফসল বা ফল। এগুলো পরাগায়নে আলাদাভাবে কোন পোকামাকড়ের কোন সাহায্য লাগে না। সম্ভবত এ কলাগাছটির স্ব-পরাগায়ন বেশি হয়েছে। এজন্য কলার মোচা প্রয়োজনের তুলনায় বেশি ধরেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত