
তালা প্রতিনিধি : তালা উপজেলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৫৮৩জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে উপজেলার ৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ জানান, অত্র উপজেলায় ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৫৮৩জন। এরমধ্যে তালা সরকারি ব্রজেন দে মাধ্যমিক বিদ্যালয় ৫৮৫জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৩৩জন, খলিষখালী মাগুরা সতীশ কলেজিয়েট ইনস্টিটিউট ৪৫৫জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ৬৯৫জন, শহীদ আলী আহম্মদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৪২৩জন, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয় ২৪৮জন, এসএসসি(ভোকেশনাল)-কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৫৩জন, দাখিল পরীক্ষায় তালা আলিয়া মাদ্রাসা ২৯৬জন ও পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা ৩৯৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।