
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের বাউখোলা বয়স্ক সংঘের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বাউখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শেখ আলাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান আনিস, সাংবাদিক ও যুবনেতা জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন শেখ, ৫ নম্বর ওয়ার্ডের পিপি সদস্য মো. আব্দুস সোবহান মোড়ল, সমাজসেবক শেখ আতাউর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আশরাফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সরদার, ইসলামকাটি ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক হাফিজা বেগম, যুগ্ম আহ্বায়ক সুমা বেগম এবং উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ফারুক হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত