তালা প্রতিনিধি : ‘পরিবেশের বন্ধু কাছিম, প্রাকৃতি বাঁচাতে দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় কাছিম ও কচ্ছপ সংরক্ষণের লক্ষ্যে কচ্ছপ দৌড়, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে ওয়াল্ডলাইফ কনজানশন সোসাইটি বাংলাদেশ-এর আয়োজনে তালা ব্রজেন দে সরকারি বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তরের পরিচালক মো. ছানাউল্যা পাটওয়ারী। সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিমের সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগ খুলনা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী,তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমামসহ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে কচ্ছপ-কাছিমের দৌড় প্রতিযোগিতা ও সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বন্য প্রাণীর উপর মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছে।