তালা প্রতিনিধি : তালায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ। কেজিতে ১৫০ টাকা বেড়ে বর্তমান কাঁচা মরিচের দাম হয়েছে ৪০০ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা।
সোমবার (২৬ জুন) সকালে তালা বাজরের ক্রেতা বেলাল হোসেন বলেন, ‘হঠাৎ কাঁচা মরিচের দাম কেজি প্রতি ২৫০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা। কোন কোন জায়গায় তার চেয়ে বেশি বিক্রি করতে দেখা গেছে। সেই সাথে সবজিসহ অন্যান্য ভোগ্যপণ্যের দামও বেশি। ঈদকে সামনে রেখে হঠাৎ মূল্য বৃদ্ধি খুবই দুঃখজনক। এসব যেন দেখারও কেউ নেই।’
বাজার করতে আশা এক স্কুল শিক্ষিকা বলেন, ‘এখন নিজের ছেলে-মেয়েদের নিয়েই চলতে হিমশিম খাচ্ছি। আগে চিকন চাল খেতাম, এখন মোটা চাল খাচ্ছি। অনেক জিনিসের চাহিদা থাকা সত্ত্বেও কেনা হচ্ছে না। এর উপর কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় আরও বিপাকে পড়তে হচ্ছে। ঈদের সময় আসলেই এসব পণ্যের দাম বাড়ে।’
পাইকারি ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, হঠাৎ কাঁচা মরিচের মরিচের সরবরাহ কমে গেছে। মোকাম থেকে আমদানি কম হওয়ায় কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। মরিচের পাশাপাশি সবজির দামও বেশি। বিভিন্ন উপজেলায় চাহিদা অনুযায়ী বাজারে পর্যাপ্ত সবজি না থাকার কারণে আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে বলে মনে করেন এই ব্যবসায়ী।
তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারফ বলেন, বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হচ্ছে।
তালা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, হঠাৎ কাঁচা মরিচসহ শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। ফলে এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত