তালা প্রতিনিধি : তালায় ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাল্যবিবাহ ঠিকঠাক হবার পর উপজেলা প্রশাসন বিষয়টি অবগত হয়ে বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। সোমবার (১০ জুলাই) সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এই আদেশ জারী করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, রবিবার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের সেনপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হবার কথা ছিল একই উপজেলার শিরাশুনী গ্রামের আব্দুল মালেকের পুত্র কবির হোসেনের সাথে। গোপন তথ্যের ভিত্তিতে কুমিরা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্যকে রবিবার ঘটনাস্থলে পাঠানো হয়। বরপক্ষ এমন খবর পেয়ে মাঝপথে ফিরে যায়। এ সময় ঐ মেয়েপক্ষ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। সোমবার সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মেয়েপক্ষের লোকজন এসে ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন। এ সময় তারা এলাকায় ফিরে গিয়ে বাল্যবিবাহ বিরোধী প্রচারনা চালাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত