তালা প্রতিনিধি: তালায় কিশোর কিশোরীদের অংশগ্রহণে ইউনিয়নভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আওতায় ও পিকেএসএফের সহযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাংকন, মুষ্টি যুদ্ধ ও সংগীত ইভেন্টে শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল আলম বাবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এসএম নাহিদ হাসান, প্রোগ্রাম অফিসার মো. ফারুক হোসেন, শিক্ষক শেখ কামরুজ্জামান রিকু, ইয়াসমিন সুলতানা, জহির উদ্দিন আনসারী, তপন কুমার মালাকত প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত