তালা প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের কৃষক একব্বার আলী শেখের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো তালা উপজেলা ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়ের নেতৃত্বে তেঁতুলিয়া ইউনিয়নে ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন তালা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আল-মামুন হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মো. ইমরান হোসেন, নয়ন, মো. জাহাঙ্গীর আলম, মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শিরাশুনী গ্রামে কৃষক একব্বারের ছেলে জানান, উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা তীব্র রোদে পুড়ে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আল-মামুন হোসেন বলেন, বৈশাখের প্রচন্ড তাপপ্রবাহে শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। যতদিন পর্যন্ত কৃষকের শ্রমিক সংকট থাকবে ততদিন ছাত্রলীগের এই ধান কাটা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত