
তালা প্রতিনিধি : তালায় ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কোরআন তেলোওয়াত ও হামদ-নাথ প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমা, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, চৌধুরী রেজাউল করিম। সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাওহিদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সরদার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুস সোবহান, শেখ আনোয়ারুল ইসলাম, খান মোঃ নুরুল আমিনসহ এলাকার সুধিজনসহ প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় পবিত্র কোরআন তেলোওয়াত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন ঠিকাদার শেখ আনোয়ারুল ইসলামের পুত্র মোঃ সামিউল ইসলাম, ২য় স্থান সদরের এসএম আলামিন হোসেন, যৌথভাবে ৩য় স্থান অধিকার করেন জেঠুয়ার মোঃ মাশরাফি হোসেন এবং তালার মোছা মাইমুনা। পবিত্র কোরআন তেলোওয়াত প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন কুমিরার এনায়েত পুরের রফিকুল গাজীর পুত্র রাকিব হাসান, ২য় স্থান অধিকার করেন জালালপুর ইউপির আব্দুল্লাহ আল মাছুম, যৌথভাবে ৩য় স্থান অধিকার করেন মদন পুরের হাসান আল-বান্না এবং হাতবাশ এর আবু রায়হান, হামদ-নাথে ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন তালার বিল্লাল হোসেনের কন্যা আরিশা বিল্লাহ, ২য় স্থান জালালপুর ইউপির হাসানুর রহমান, ৩য় স্থান মুড়াখুলিয়ার মুস্তাকিম বিল্লাহ, হামদ-নাথ ‘খ’ বিভাগে ১ম স্থান অধিকার করেছেন তালা এসিল্যান্ড অফিসের নাজির খান মোঃ নুরুল আমিনের কন্যা তৈয়াবা তাবাচ্চুম ওহি, ২য় স্থান অধিকার করেছেন তালার জারিন রাফা এবং ৩য় স্থান অধিকার করেছেন মোঃ আরিফিন ইসলাম।