তালা প্রতিনিধি : তালায় ৫১তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলার ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। তারা ২১ রানের ব্যবধানে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। গত সোমবার বিকালে তালা কপোতাক্ষ হাইস্কুল মাঠে প্রথমে ব্যাট করতে নেমে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ৬ ওভারে ৭২রান সংগ্রহ করে। জবাবে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত ওভারে ৫১ রান সংগ্রহ করতে সমর্থ হয়। বিজয়ী দলকে ট্রফি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, ক্রীড়া কমিটির সম্পাদক মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো: হারুন অর রশিদ, মো: জাহাঙ্গীর হোসেন, শিক্ষক পরিমল কুমার, মো: মফিদুল ইসলাম প্রমুখ।