গাজী জাহিদুর রহমান, তালা : খাদ্যের অভাবে নিজ এলাকা যশোরের কেশবপুর ছেড়ে তালা উপজেলা সদরে ছুটে এসেছে কয়েকটি কালোমুখো হনুমান। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমানগুলো। খাদ্যের সন্ধানে দীর্ঘ ২৫/৩০ কিলোমিটার পথ অতিক্রম করে তালার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। রবিবার বিকালে তাদের গাছে গাছে এবং বিভিন্ন বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। উৎসুখ জনতার মধ্যে অনেকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি দিলে তারা তা খেয়ে ক্ষুধা নিবারণ করছে। কেউ কেউ আবার হনুমানকে নানাভাবে বিরক্ত করছে।
তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুধাংশু কুমার সরকার বলেন, ‘পথ ভুলে হনুমানগুলো অত্র এলাকায় এসেছে। রবিবার বিকালে ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঁচালির উপর বসে ছিল দু’টি হনুমান। এ সময় তিনিসহ অনেকেই তাদের প্রয়োজনীয় খাবার দিয়েছেন। হনুমানগুলোর প্রাণ বাঁচাতে এলাকাবাসীর এগিয়ে আসা দরকার।’
স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন জানান, গত ২/৩ দিন ধরে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৪/৫টি কালোমুখ হনুমান। শুনেছি যশোরের কেশবপুর এলাকা থেকে আসা ফল বা সবজির ট্রাকে এসেছে হনুমানগুলো।
জানা গেছে, যশোর জেলার কেশবপুর থানার বিভিন্ন গ্রামে হনুমানের বসবাস। প্রাণী বিভাগের তত্ত্ব্বাবধানে এদের দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। ঐ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৩০০-৪০০ হনুমান। খাদ্যের সংকট দেখা দিলে মাঝেমধ্যে কিছু হনুমান আবাসস্থল রেখে বেড়িয়ে পড়ে অন্যত্র। কখনো কখনো অধিক খাদ্য ও ভালো আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে।
এ বিষয়ে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ^াস বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যে সৃষ্টি বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এ সময় তিনি হনুমানগুলোকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সকলের প্রতি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত