তালা প্রতিনিধি : খ্রিষ্টিয়ান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) তালা উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটির সভাপতি হিসেবে শমূয়েল সরকার শান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে স্বপন সরকার নির্বাচিত হয়েছেন। খ্রিষ্টিয়ান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) কেন্দ্রিয় কমিটির অনুমতিক্রমে সংগঠনের তালা উপজেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা গতকাল সকালে ধুলন্ডা ব্যাপ্টিষ্ট চার্চ কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি করেন পাষ্টর শমূয়েল সরকার শান্ত। পাষ্টর অমল সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান এবং তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। এ সময় অন্যান্যের মধ্যে পাষ্টর লূক সরকার, এন্টনি শিকাদর, আনন্দ দাশ, গোষ্ট গোপাল, জার্মান সিংহ, দানিয়েল বি. সরকার, গাব্রীয়েল সরকার, বিকাশ সরকার রানা, শিমন সরকার ও বিল্ল মঙ্গল দাশ প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে উপজেলার প্রায় সকল চার্চ/ডিনোমিনেশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ও সমন্বয়ে সর্বসম্মতিক্রমে শমূয়েল সরকার শান্তকে সভাপতি, অমল সরকার ও দানিয়েল বি. সরকারকে যথাক্রমে সহ-সভাপতি, পাষ্টর স্বপন সরকারকে সাধারন সম্পাদক গাব্রীয়েল সরকারকে সহ- সম্পাদক, বিকাশ সরকার রানাকে অর্থ সম্পাদক, শিমন সরকারকে সাংগঠনিক সম্পাদক এবং বিল্ল মঙ্গল দাশকে আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করে আগামী ৩ বছরের জন্য ২৩সদস্য বিশিষ্ট তালা উপজেলা খ্রিষ্টিয়ান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) কমিটি গঠন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত