তালা প্রতিনিধি : তালায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার হরিণখোলা, পারকুমিরা ও জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। হরিণখোলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ও পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাঈনুদ্দীন। পারকুমিরা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজউদ্দীন। জালালপুর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা সোহরাব হোসেন, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালে তালার পারকুমিরায় ৭৯ জন, হরিণখোলা গ্রামে ৪৯ জন এবং জালালপুর এলাকায় ১৭জনকে নৃসংশভাবে হত্যা করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত