তালা প্রতিনিধি : তালা উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহজাদপুর গ্রামের মো. ইমান আলী খাঁ’র একমাত্র পুত্র মো. ইমদাদুল খাঁ (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (৬ জুলাই) দুপুরে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী মুড়াগাছা গ্রামের একটি মাদ্রাসায় সে পড়ালেখা করতো। তিন মাস আগে হঠাৎ একদিন মাদ্রাসায় অসুস্থ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে জানা যায় সে মিনি স্ট্রোক করেছে। এরপর থেকে সে নিজ বাড়িতেই থাকতো। স্ট্রোকজনিত কারণে সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আজ রবিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় লাশটি উদ্ধার সাতক্ষীরা মর্গে ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত