তালা প্রতিনিধি : তালায় রাধাকান্ত সরকার (৭০) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। রাধাকান্ত মাদরা গ্রামে মৃত ফকির সরকারের ছেলে। গত বৃহস্পতিবার রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, রাধাকান্ত সরকার বেশ কিছুদিন মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি গাছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।