
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মহিদুল ইসলাম সরদার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সরুলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে নিজের ক্ষেতের সুপারি গাছে ওঠেন মহিদুল। পায়ে রশি বেঁধে এক গাছ থেকে সুপারি পাড়ার পর পাশের আরেক গাছে ওঠার চেষ্টা করেন তিনি। এ সময় ভারসাম্য হারিয়ে প্রায় ৪০ ফুট ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এলাকাবাসী জানান, মহিদুল ছোটবেলা থেকেই পাটকেলঘাটার সরুলিয়া গ্রামে মামার বাড়িতে বড় হয়েছেন।

