
তালা প্রতিনিধি : তালায় জাম গাছ থেকে পড়ে শোয়েব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মোঃ ইছারউদ্দিন গাজীর পুত্র এবং জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বারুইহাটী গ্রামে উক্ত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে তালা থেকে প্রাইভেট পড়ে বাড়িতে যাচ্ছিল শোয়েব গাজীসহ কয়েকজন সহপাঠী। পথিমধ্যে বারুইহাটী গ্রামের রাস্তার ধারে একটি জাম গাছে জাম পাড়তে ওঠে শোয়েব। এ সময় হঠাৎ অসাবধান বশতঃ সে গাছ থেকে পড়ে যায়। দ্রুত তালা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তালা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু মুত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শোয়েব গাজী ছিল পিতা-মাতার একমাত্র সন্তান। তার পিতা বর্তমানে মালয়েশিয়ায় কর্তরত রয়েছেন। শোয়েব গাজীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।