তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে সোনিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ দিয়ে আত্নহত্যা বলে প্রচার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ নভেম্বর) বিকালে তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়নে চাঁদপুর গ্রামে। সোনিয়া আক্তার চাঁদপুর গ্রামের বিল্লাল হোসেন শেখের স্ত্রী।
জানাযায়, বিগত ৫/৬ বছর পূর্বে তালা উপজেলার সুমুজদিপুর গ্রামের আনিসুর রহমান সরদারের মেয়ে সোনিয়ার সাথে চাঁদপুর গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে বিল্লালের বিয়ে হয়। তাদের সংসারে তৌফিকা নামের ৩ একটি কন্যা সন্তান রয়েছে।
নিহত গৃহবধূর চাচা আরিফ সরদার জানান, শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে সোনিয়াকে তার স্বামী বিল্লাল ব্যাপক মারধর করে। পরে অবস্থা বেগতিক দেখে তারা সোনিয়ার মুখে বিষ দিয়ে আত্নহত্যা বলে প্রচার করছে। তবে ঘটনার পর থেকে ঐ নারর স্বামী বিল্লাল হোসেন গা ঢাকা দিয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই প্রকৃত ঘটনা জানা যাবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত