
তালা প্রতিনিধি : তালা উপজেলার ধানদিয়া মানিকতলা মোড় হতে ওমরপুর রাস্তা গ্রামবাসির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে প্রায় ১২শ’ মিটার রাস্তা ১০-১২ লক্ষ টাকা ব্যয়ে পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-আমিন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে মানিকতলা মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-আমিন।
আরিফুল হাসান বিল্লালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম, ইউপি সদস্য মো. শফিকুর ইসলাম, ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম সরদার, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল সরদার, প্রাক্তন শিক্ষক আ. ন. ম. সাইফুল্লাহ, আকরামুল ইসলাম, যুবদলের আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাবলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, দীর্ঘ ২০বছর যাবৎ মানিকহার হতে ওমরপুর পর্যন্ত রাস্তাটি অধিকাংশ অংশে ইটের সোলিংেে রছ। রাস্তার দুধারে বিল ও পুকুর আছে। রাস্তাটি পুন:নির্মাণের অভাবে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে।