তালা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে আব্দুর সবুর সরদার (৪৫) নামে এক ভাঙাড়ি ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। তিনি কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে। কুমিরা বাজারে তার ভাঙাড়ি জিনিসপত্রের দোকান আছে।শুক্রবার (৮ মার্চ) উপজেলার কুমিরা এলাকা থেকে আটক করা হয় তাকে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সবুরের দোকানে চোরাই মালামাল আছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকে চোরাই টিউবওয়েল ও লোহার রড উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় সবুরের বিরুদ্ধে একটি চুরির মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত