
তালা প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচীব ড. এড. গোবিন্দ প্রামানিক বলেছেন, ‘যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এখানে আমরা সম অধিকার নিয়ে বসবাস করতে চাই। এজন্য বর্তমান সরকারের ১৯৭২ সালের সংবিধানে ফিরে আসার কোন বিকল্প নেই।’ গত শনিবার রাতে তালা উপজেলার পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রে সনাতন ধর্মসভা ১৪৩০ ও ছয়দিনব্যাপি নামযজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে এসব কথা বলেন জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ-এর মহাসচীব ও বিশ্ব হিন্দু পরিষদের প্রধান সমন্বয়কারি ড. এড. গোবিন্দ প্রামানিক । বিশিষ্ট ব্যবসায়ি নারায়ণ চন্দ্র সাধুর সভাপতিত্বে ধর্মসভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সময় ও জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ এর জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এড. অসীম কুমার মন্ডল ও সদস্য সচীব এড. সুনীল কুমার ঘোষ প্রমুখ।