তালা প্রতিনিধি : তালা উপজেলা ছাত্রশিবিরের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা সেটেলমেন্ট অফিস সংলগ্ন অফিসটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আল জামালুল বান্না। ছাত্র শিবিরের সেক্রেটারী সাইিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আকবর হোসেন, মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহজাহান আলী, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিক্ষক মুস্তাফিজুর রহমান, তালা সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল আমিন হোসেন, খলিলনগর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন, তালা বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শাহিনুর রহমানসহ উপজেলার ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। এ সময় ছাত্রশিবিরের সভাপতি আল জামালুল বান্না বলেন, আমাদের কাজ হবে দেশের ও জনগণের হয়ে কাজ করা, বিপদে বা দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো, কোন দলের বা কারো বিরুদ্ধে কুৎসা রটানো নয়।