তালা প্রতিনিধি : তালায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ৫জন নারী ও দু’জন পুরুষ আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত শনিবার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের আচিমতলা গ্রামে। আহতরা হলেন মো. আব্দুল গফ্ফার শেখ, মোজ্জাফার শেখ, মোছাঃ আলেহা বেগম, শাহানাজ বেগম, জাকিয়া সুলতানা, মেহেরুন্নেছা ও হোসনেয়ারা বেগম। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মাছুম বিল্লাহ হাসান জানান, আমার মামা ও নানা ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলো এমন সময় তাদের উপর আবুল কালাম, আমিনুর রহমান, আবুল কাশেমসহ ১০/১২ জন বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে মোঃ আব্দুল গফ্ফার শেখ ও মোজ্জাফার শেখের উপর হামলা চালায়। হামলার একপর্যায় পরিবারের লোকজন ঠেকাতে গেলে তাদের উপরেও হামলা চালায় এতে অন্তত আরও ৫জন আহত হয়।
মোঃ নাজিম উদ্দিন জানান, আমাদের দুই শরিকের প্রায় ৪০ বিঘা জমি রয়েছে। আমাদের অন্য শরিকরা আবুল কালামরা ২০বিঘা জমি সামনের অংশে আর আমাদের অংশ পিছনে। দুই শরীকের বাড়ি থেকে রাস্তায় উঠার একটি পথ যা দীর্ঘ ২০০ বছরের বেশি এই পথটি ব্যবহার করে আসছে। সম্প্রতি এই রাস্তায় আমার প্রায় ২লক্ষ টাকা খরচ করে ইটের সোলিং বসিয়েছি। এখন তারা আমাদের এই রাস্তা দিয়ে বের হতে দেবেনা। বিভিন্ন সময় তারা পথ ঘিরে দেয়। প্রতিবাদ করাতে আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। হঠাৎ করে আজ ফজরের নামাজের পরে তারা পরিকল্পিত হমলা চালায়। এই ঘটনায় একটি মামলা দায়ের হচ্ছে বলে জানা যায়।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত