তালা প্রতিনিধি : তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়ি লুটপাট , ভাঙচুর করে ঘরের ইট খুলে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এসময় দুর্বৃত্তরা মহিলা সহ ৫ জন কে পিটিয়ে জখম করেছে। আহতদের মধ্যে মৃত আরশাদ আলী গাজীর স্ত্রী রহিমা খাতুন বেগম (৭০), ছেলে ইবাদুল গাজী( ৪৮) ও তার স্ত্রী রেহানা বেগম(৩০), রফিকুল গাজী (৪০) তালা হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকালে তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে।
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত আরশাদ আলী গাজীর পুত্র রফিকুল গাজী জানান, জমিজমা নিয়ে একই এলাকার ছবুর গাজী, হাকিম গাজীর সহিত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ৮/১০ টি মোটর সাইকেলে ১৫/২০ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা করে। এসময় তারা লুটপাট সহ বসত ঘরের ইট খুলে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।