
গাজী জাহিদুর রহমান, তালা : তালায় জমে উঠেছে ঈদ মার্কেট। প্রচন্ড গরম উপেক্ষা করে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষ, তরুণ-তরুণী শিশু-কিশোররা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিপনী বিতানের পাশাপাশি ভিড় দেখা গেছে জুতা, মনোহরি দোকান ও টেইলার্সগুলোতে। তবে দাম বেশি থাকায় মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষেরা পড়েছে বেকায়দায়।
তালা বাজার বিপনী বিতানগুলো ঘুরে দেখা গেছে, প্রতিবারের মতো এবারও মার্কেটে ভারতীয় পোষাকের আধিক্য। বিভিন্ন নামে বিক্রি হচ্ছে এসব পোষাক। তবে কাঁচাবাদম থ্রি-পিস আর পুষ্পারাজ শাড়ির উপর হুমড়ি খেয়ে পড়ছেন তরুণীরা।
তালা বাজারের মা গার্মেন্টসের মালিক বিজয় ঘোষ জানান, প্রচন্ড গরম উপেক্ষ করে বাজারের ক্রেতারা আসছেন। এ বছর ঈদ বাজারে দেশি সুতি থ্রি-পিসের সঙ্গে ভারতীয় অরগেনজা, মেঘা, চান্দ্রিয়া, জয়পুরি এবং পাকিস্তানি সারারা গারারা বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও আছে কাতান, বিবেক ইন্ডিয়ান, কারচুপি, বালাহার, মটকা, কাশ্মীর কাতান থ্রি-পিস।
ক্রেতা বিপ্লব হোসেন বলেন, ‘প্রচন্ড গরমের সাথে বাজরের ব্যাপক ভিড়। জামা-কাপড়, জুতা, সেমাইসহ কাঁচাবাজার করতে এসেছি। তবে এ বছর সব জিনিস পত্রের দাম একটু বেশি মনে হচ্ছে।’
ক্রেতা নুরজাহান খাতুন জানান, ‘ছেলে-মেয়ের জন্য কেনাকাটা করতে এসেছি। নিজের ও আত্মীয়স্বজনের জন্যও কিছু কেনাকাটা করতে চাই। দোকানে ভালো-সুন্দর কালেকশন থাকলেও দাম বেশ চড়া।’
কাপড় ব্যবসায়ী শংকর দাশ ও আব্দুর রহমান বলেন, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের সামর্থ্যরে মধ্যেই পড়ে এমন দামেই কাপড় বিক্রি করা হচ্ছে। তবে বেশি বিক্রি হচ্ছে পাকিস্তানি ও ইন্ডিয়ান থ্রি-পিচ। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে খাড্ডি বেনারসি, চেন্নাই সিল্ক, নতুন কানজিবরণ, বুটিক, ক্রেপসি, মন্দানি ও মহারাষ্ট্র। এ ছাড়া লেহেঙ্গার চাহিদাও বেশ বেড়েছে ।

