তালা প্রতিনিধি : “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা চৈতন্য কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা পারভীন রুমাসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত