
তালা প্রতিনিধি : ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’ এবং ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই শ্লোগান সামনে রেখে শনিবার (৩০ সেপ্টেম্বর) তালায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি, আলোচনা সভা, কৃতি ফুটবল খেলোয়াড় ও কৃতি শিক্ষার্থী সম্মাননা,দলিতের পক্ষ থেকে সুবিধাভোগী ১১৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিল ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম প্রমুখ।