তালা প্রতিনিধি : “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, ভূমিকম্প অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে র্যালি শেষে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, তালা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ সরদার আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত