তালা প্রতিনিধি : “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপ-শহরে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার ঋণ সমন্বয়কারী গোলাম আযম, স্মার্ট প্রজেক্টের এস এম নাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা, কৃষি ইউনিটের কর্মকর্তাবৃন্দ, ৫০ জন ছাত্র- ছাত্রী, শিক্ষক, সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ৩ জন রচনা প্রতিযোগিতা ও ৫ জন কুইজ প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত