জন্মভূমি ডেস্ক : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে তালায় ৭দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়। রবিবার (৩০ জুলাই) সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালার ভারপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস,সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, তথ্য আপা সাতী রানী রায় প্রমুখ। এর আগে গত ২৪ জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত