
তালা প্রতিনিধি : ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসের আয়োজনে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, প্রভাষক শিরিন সিদ্দীকি, শিক্ষক মুমতাহিনা মুক্তি, নারায়ন চন্দ্র দাশ, পূর্নচন্দ্র সরকার, সোনালী দে, মাদ্রাসা সুপার শফিকুল ইসলাম, সহঃ সুপার মশিউর রহমান, তালা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের শ্যামল কুমার, হাসমত আলী প্রমুখ এ সময় উপস্থিত। কেরাত, হামদ/নাত, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, বক্তৃতা,তাৎক্ষণিক অভিনয়, বিভিন্ন ধরণের গান ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ের উপর উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত