প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৭:০৬ এ.এম
তালায় জামায়াতের উদ্যোগে পল্টন ট্রাজেডি উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা সরকারি বিদে হাইস্কুল মাঠে তালা উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিদুল্লাহ'র সভাপতিত্বে ও সেক্রেটারী ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আয়ুব আলী, এ্যড. মশিয়ার রহমান, জেলা ছাত্র শিবির নেতা নাহিদ হাসান।
এসময় বক্তরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ২০০৬ সালে পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে ১৪ জনকে শহীদ করেছেন। আজও তাদের বিচার হয়নি। অবিলম্বে হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া