তালা প্রতিনিধি : তালা উপজেলা জামায়াতের কর্মী সভা সফল করার লক্ষ্যে রবিবার (২৬ জানুয়ারি) বিকালে এক পথসভা উপ-শহরে অনুষ্ঠিত হয়। ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জামায়াত নেতা এড. মশিয়ার রহমান, মুজিবর রহমান বিশ^াস, যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু প্রমুখ।
উল্লেখ্য, আজ সোমবার (২৭ জানুয়ারি) পাটকেলঘাটা ফুটবল ময়দানে তালা উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামী সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।