তালা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১( তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহর সাথে তালা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
১০ জুলাই (বৃহস্পতিবার)দুপুরে নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এস এ মোতাহিরুল হক শাহিনসহ আরো অনেকে।
এর আগে সকালে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ ৫ জুলাহ তালায় মহিলা সমাবেশে আসার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে তাদের বাড়িতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত