
তালা প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচলানার জন্য তালা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তালা বিএমসি মিলনায়তনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ আলোচনা সভা শেষে জেলা জাসদের সভাপতি ও সাতক্ষীরা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলুর নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। তালা উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাশেমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ আজিজুর রহমান, পলাশ ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক অমল সরকার, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এসএম আবদুল আলীম, জাসদ নেতা মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, মুজিবর রহমান, রহিম মোড়ল, আতিয়ার রহমান, আবুল হোসেন, গৌতম দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে তালা উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাশেমকে আহবায়ক, সহ-সভাপতি পলাশ ব্যানার্জিকে যুগ্ম-আহবায়ক এবং বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এসএম আবদুল আলীমকে আহবায়ক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আবু মুসা, শেখ নুরুল ইসলাম, মো. আইয়ুব আলী, অমল সরকার, আজিজুর রহমান, নজরুল ইসলাম, প্রভাষক ইয়াকুব আলী, মোল্লা আবদুর রাজ্জাক, বিধান দাশ, কানুপদ দাশ, ইয়াকুব আলী, মিলন ঘোষাল এবং শেখ আতিয়ার রহমান।