
তালা প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তালা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডাকবাংলার হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে ও পলাশ ব্যানার্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবজোটের সভাপতি মিলন ঘোষাল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আঃ আলীম। জাসদ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ প্রশান্ত দাশ। এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আগামী ৩১ অক্টোবর জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী। ৩০ অক্টোবর তালা অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাসদ মনোনীত প্রার্থী শেখ বাবুল ১৪ দলের মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে তালার ১২টি ইউনিয়নে পথসভা, হাটসভা, উঠান বৈঠক ধারাবাহিকভাবে করার জন্য জাসদের সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানায়।