তালা প্রতিনিধি : কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সাতক্ষীরার তালা উপজেলার নিচু এলাকার আমন বীজতলা পানিতে ডুবে গেছে। এতে আমন চাষিরা এ মৌসুমে ক্ষতির আশঙ্কা করছেন। এছাড়া বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় পানি ঢুকে পড়েছে অনেক সবজি ক্ষেতে। ফলে সবজি চাষিরাও পড়েছেন বিপাকে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন রাতভর বৃষ্টি হয়। এতে করে তৈলকুপি, শাকদহ, চোমরখালী, আমতলাডাঙ্গা,মিঠাবাড়ী, নগরঘাটা, সরুলিয়া, তেঁতুলিয়া, ইসলামকাটি, নওয়াপাড়া, মির্জাপরি, মদনপুর, লক্ষনপুর, ভবানীপুরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
লক্ষণপুর গ্রামের আমন চাষি আব্দুর রহমান শেখ বলেন, আমার আমন বীজতলা পানির নিচে। পানি দ্রুত না নামলে নতুন করে বীজতলা তৈরী করতে হবে।
ধানচাষী হাবিবুর রহমান জাকির হোসেন বলেন, টানা বৃষ্টিতে তার আমার বীজতলা একেবারে তলিয়ে গেছে।
তালা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল জানান, শাক সবজির বেশি ক্ষতি হয়েছে। দ্রুত পানি নেমে গেলে বীজতলার তেমন ক্ষতি হবে না। বৃষ্টির পানি দ্রুত নামলে ধানের তেমন ক্ষতি হবে না।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, গত কয়েক দিনের হালকা থেকে মাঝারি বর্ষণে উপজেলার শাক সবজি চাষিরা বিপাকে পড়েছে। চাষীরা এখনও পুরাপুরি আমন বীজতলার কাজ শুরু করেনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত