তালা প্রতিনিধি : সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: আব্দুল্লাহ শেখ (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে শহরের বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ শেখ তালা উপজেলার মোবারকপুর গ্রামের সিরাজ উদ্দীন শেখের পুত্র। মৃত্যুকালে সে পিতা-মাতা, স্ত্রী, একপুত্র ও এক কন্যা রেখে গেছেন।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ শেখ বাইপাস সড়কের ইটাগাছাস্থ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি সামনের একটি ডাম্পার ট্রাকের (যার নং-খুলনা মেট্টো-শ ১১০৪৭৯) পিছনে চাকায় ঢুকে যান। ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ শেখের মৃত্যু হয়। দুমড়ে-মুচড়ে যায় তার মোটরসাইকেলটি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗঁছে মরাদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত