
তালা প্রতিনিধি : তালায় অবহেলিত ঐতিহাসিক দরবার স্তম্ভ চত্বরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে আমরা বন্ধু সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে আমরা বন্ধু সংগঠনের সদস্যরা তালা বাজার খেয়াঘাট মোড়ে অবস্থিত দরবার স্তম্ভ চত্বরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে।
এ বিষয়ে আমরা বন্ধু সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত বলেন, দীর্ঘদিন ধরে এই ঐতিহাসিক স্থানটি অযত্নে অবহেলায় পড়ে আছে। এখানে অনেকে জেনে না জেনে ময়লা আবর্জনা ফেলে। কিন্তু এটা পরিছন্নতা রক্ষায় কেউ উদ্যোগ নেয় না। তাই আমরা ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দায় থেকে এ উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বিষয়টি নিয়ে বণিক সমিতির সভাপতির সাথে কথা বলেছেন।