
তালা প্রতিনিধি : তালায় স্তন ক্যান্সারে আক্রান্ত দুই সন্তানের জননী হাসিনা বেগম (৪৪) বাঁচতে চায়। তিনি উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের সাইজ উদ্দীন শেখের কন্যা।
হাসিনা বেগম জানান, তিনি বেশ কয়েক বছর স্তন ক্যান্সারে আক্রান্ত। রাজধানী ঢাকার ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মুকিতুল হুদার তত্ত্বাবধানে তিনি প্রায় পাঁচ বছর চিকিৎসা নিচ্ছেন। ইতোপূর্বে তিনি সাতক্ষীরা, খুলনা, ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ক্যান্সার হাসপাতাল, বঙ্গবন্ধু ক্যান্সার হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিলেও এখন অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম। ক্যান্সার ভাইরাস নির্মূল করতে ইতিমধ্যে প্রায় ১০-১২ লক্ষ টাকা ব্যয় হয়েছে তার। মাত্র ২শতক জমিতে বসতভিটা ছাড়া আর কোন জমি নেই তাদের। এতদিন সহায় সম্বল বিক্রি করে ও স্থানীয়দের সহায়তায় নিয়েছে অপারেশনসহ ক্যামো থেরাপি দিয়ে আসলেও বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। চিকিৎসার জন্য এখনও বিপুল পরিমাণ অর্থ লাগবে যেটি তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
এ অবস্থায় হাসিনা বেগম তার নিজ জীবন রক্ষায় সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। এজন্য তিনি ০১৯৮৫৪৮৯৯৪০ মোবাইল নম্বর (বিকাশ ও নগদ) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্রীমন্তকাটি নতুন বাজার এজেন্ট ব্যাংকিং শাখার মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বরে ২০৫০৭৭৭০২১১২৪৭৪৪৬ যোগাযোগ করার অনুরোধ করেছেন।