তালা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে তালা থানার আওতায় ১৮০টি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছেন। সরকারি একাধিক দপ্তরের প্রাপ্ত তথ্য মতে, তালা উপজেলার তালা থানার ১০০টি পূজা মন্ডপে ৪৭৮জন আনসার ভিডিপি সদস্য, ১১টি মোবাইল টিমের ৪৫জন পুলিশ সদস্য ও পাটকেলঘাটা থানার ৮০টি পূজা মন্ডপে ৩৫৬জন আনসার ভিডিপি সদস্য, ৯টি মোবাইল টিমের ৩২জন পুলিশ সদস্য এবং উভয় থানার ১২ টি ইউনিয়নের ১২০জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মন্ডপে অবস্থান করছেন। সর্বমোট ১০৩১জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনবাহিনীর চৌকস টিম সর্বক্ষণ টহল পরিচালনা করছেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম ও পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ হাফিজুর রহমান জানান, উপজেলার সমস্ত পূজামন্ডপে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটা পূজামন্ডপে পুলিশ, আনসার, গ্রামপুলিশ সহ একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল শুরু করেছে। প্রসংঙ্গত, বেতনা নদীর বেড়িবাঁধে ভাঙন ও বৃষ্টিপাতের কারণে তালা উপজেলা ১৫টি পূজামন্ডপ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। উপজেলায় ১৮০টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, উপজেলার ১৯৬ টি মন্ডপে পূজা হবার কথা থাকলেও বন্যা ও জলঅবদ্ধতার কারণে ১৮০ টি মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।