তালা প্রতিনিধি : তালায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার,কিডনী লিভার, সিরোসিস, স্টোকে প্রারালাইজড, জম্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত ১৬ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা মোট ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে সোমবার (১৭ এপ্রিল) সকালে চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ১৬ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত