তালা প্রতিনিধি
তালা উপজেলার সদর ইউনিয়নে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক পাওযায় বর্তমান চেয়ারম্যন ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনকে গণ-সংবর্ধনা দিয়েছেন ইউনিয়নবাসী। সোমবার বিকালে নৌকার টিকিট নিয়ে ফেরার পথিমধ্যে উপজেলার জাতপুর বাজারে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সরদার জাকির হোসেন। সংবর্ধনা শেষে কয়েশ শত মটর সাইকেল যোগে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালা সদরে একটি পথসভায় বক্তৃতা করেন তিনি।
তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয় আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।