তালা প্রতিনিধি : তালা উপজেলার সুজনসাহা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা রহমান এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান রনির বিরুদ্ধে দীর্ঘদিন যাবত সিনজেন্টা কোম্পানির অনুমোদন ছাড়াই বিভিন্ন নকল কীটনাশক ঔষধ বিক্রয় করার অভিযোগ পাওয়া যায়।
এই অভিযোগের ভিত্তিতে ১২ মার্চ দুপুরে মোস্তাফিজুর রহমান রনির দোকানে নকল কীটনাশক ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াদুদ খাঁর অভিযোগ করেন। এরই ভিত্তিতে সিনজেন্টা কোম্পানির তালা উপজেলার দায়িত্বে থাকা ডিস্ট্রিবিউটার মহাদেব এবং সাংবাদিকসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রহমান এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান রনির দোকানে অন্য একজন কৃষকের দ্বারা সিনজেন্টা কোম্পানির পঁচা রোগের কীটনাশক ঔষধ ক্রয় করতে পাঠানো হয়। তখন তার কাছেও ঐ নকল কীটনাশক ঔষধ বিক্রয় করার সময় সিনজেন্টা কোম্পানির ডিস্ট্রিবিউটার মহাদেবের হাতে ধরা পড়ে যান মুস্তাফিজুর রহমান রনি। তাৎক্ষণিক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ে যোগাযোগ করা হয়। তাৎক্ষণিক সহকারি পরিচালক ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তানভীর এসে উক্ত রহমান এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান রনির দোকানে চলে আসেন। দোকানে ৭টি প্লাস্টিকের বোতলে থাকা ৭০০ গ্রাম নকল কীটনাশক ঔষধ ও ভেজাল মাল পাওয়া যায়। এছাড়া ইউরিয়া বেশি দামে বিক্রি করার সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় এবং বিভিন্ন অনিয়মের তথ্যের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক রনিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের জেল প্রদান করেন। এবং উক্ত নকল কীটনাশকগুলো ড্রেনে ফেলে দিয়ে নষ্ট করা হয়।
তালায় নকল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা

Leave a comment