
তালা প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতিকের বিজয়ী সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের সাথে তালা উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের বিজয়ী সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, সৈয়দ জুনায়েদ আকবর, কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবল হোসেন, দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, অমল কান্তি ঘোষ, আজিজুর রহমান রাজুসহ ১২ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল ইউপি চেয়ারম্যান এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।